ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের সব ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি

দেশের সব ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি

নজিরবিহীন দলীয়করণের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের হতাশ করে তুলেছিল। যার প্ররিপেক্ষিতে গড়ে উঠেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একপর্যায়ে সেটি রুপ নিয়েছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে। সেই অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ক্ষমতার পালাবাদলের পর থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দোলা দিচ্ছে পরিবর্তনের হাওয়া। সেই ধারায় এবার ভেঙে দেয়া হলো দেশের সব বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিভাগীয় নারী ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা নারী ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা নারী ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি।

গত বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ূন কবীরের স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব সরকারি ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠু, সক্রিয় ও নির্বিঘ্ন রাখতে বিদ্যমান আইন অনুসারে সেগুলোকে ভেঙে দেয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, এসব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করতে হবে স্থানীয় প্রেক্ষাপটে সম্মানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের সমন্বয়ে। সেগুলোর অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে এরই মধ্যে এসেছে পরিবর্তন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত