ফ্রান্সের প্যারালিম্পিক গেমসে বাংলাদেশের দুইজন অ্যাথলেটের সঙ্গে ১৪ জন কর্মকর্তা যাওয়ার বিষয়টি বেশ সমালোচিত হয়েছে। নজরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও। তাই ২৯ আগস্ট শুরু হতে যাওয়া এই প্যারালিম্পিক গেমসে বহর কাটছাট করে সাতজনে নামিয়ে আনা হয়েছে। এমন অঘটনের জন্ম দেয়ায় শাস্তিও পেলেন বাংলাদেশ প্যারালিম্পিক কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। বহর থেকে ছেটে ফেলা হয়েছে তার নামও। ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, প্যারিসে যে ৭ জনের দল যাবেন, তারা হলেন- শেখ আবদুস সালাম (আয়োজক কমিটির অতিথি), ফখরুদ্দিন হায়দার (হেড অব ডেলিগেট), মনিরুল ইসলাম (ফিজিশিয়ান), আসিফ সোবহান (টিম অফিসিয়াল), নিশিথ দাস (কোচ), জুমা আক্তার (আর্চার), আল আমিন (আরচার)। যাদের নাম ছেঁটে ফেলা হয়েছে তারা হলেন- রেবেকা সুলতানা, মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ, আমিনুল ইসলাম ও সানাউল হক।