ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রিমিয়ার লিগে নেই জাতীয় দলের অধিনায়ক

প্রিমিয়ার লিগে নেই জাতীয় দলের অধিনায়ক

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে ক্রীড়াঙ্গনের চিত্র। বিভিন্ন ফেডারেশনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তবে কঠিন পরিস্থিতির সন্মুখীন হয়েছে ঐতিহ্যবাহি ঢাকা আবাহনীসহ কয়েকটি ক্লাব। পৃষ্ঠপোষকতার অভাবে বিদেশি খেলোয়াড় ছাড়াই দল গঠন করেছে ধানমন্ডির ক্লাবটি। কিন্তু বিপাকে পড়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। গত মৌসুমেও চড়া দামে খেলেছেন আবাহনী লিমিটেডে। কিন্তু এবার প্রিমিয়ার ফুটবল লিগে কোনো দলই পেলেন না ডেনমার্ক প্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া। চাহিদা অনুযায়ী পারিশ্রমিক মেলেনি বলে দল পাননি তিনি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর জেরে দুর্বৃত্তদের হামলার শিকার হয় আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফর্টিজ এফসি। তবে প্রিমিয়ার লিগের অধিকাংশ দলের কর্মকর্তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বিধায় তারা লাপাত্তা। তাই এবারের মৌসুমে দল গড়েনি শেখ রাসেল ও শেখ জামাল। খেলতে অনীহায় থাকার পরও গত বৃহস্পতিবার দলবদলের শেষ দিনে গভীর রাতে শেষ মুহূর্তে সাবেক তারকা ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিসহ কয়েকজনের বদৌলতে দলবদল করেছে চট্টগাম আবাহনীও। তবে ঢাকা আবাহনী ক্ষতিগ্রস্থ হওয়ায় এবার ফুটবলারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে। কম পারিশ্রমিকে অনেকেই খেলছেন। তবে জামাল ভূঁইয়া রাজী না হওয়ায় আবাহনী তাকে আর রাখেনি। চ্যাম্পিয়ন কিংস দলে টেনেছে ডিআর কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। ২৬ বছর বয়সী খাসা ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ তিনি খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। তা ছাড়া তারা দলে টেনেছে শেখ জামালের তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। সুলেমানে দিয়াবাতে, মুজাফফরভ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিদেরকে ধরে রেখেছে গত মৌসুমে লিগে রানার্সআপ হওয়া মোহামেডান। চলে যাওয়া শাহরিয়ার ইমন, হাসান মুরাদদের জায়গায় তারা নিয়েছে রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিনদের। স্থানীয়দের নিয়ে দল গড়েছে আবাহনী। সব বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তারা। মোট ৩২ জন খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে আবাহনী। এদের মধ্যে ২১ জনের নিবন্ধন তারা আগেই করিয়েছিল। শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান সজীবসহ ১১ জনের নিবন্ধন সেরেছে তারা।

এদিকে প্রিমিয়ার লিগে খেলা ছেড়ে দিয়েছেন নাসির উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম রাঙ্গুনিয়ার ছেলে নিজ দল চট্টগ্রাম আবাহনীর হয়েই গত মৌসুমে খেলেছেন। ২০০৯ সালে মোহামেডানে শুরু, ২০২৪ এ চট্টগ্রাম আবাহনীতে শেষ। দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে অবশেষে থামলেন ৪৪ বছরের নাসির উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত