মন্টুর বিচার চান সাবেক অ্যাথলেটরা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সরকার পরিবর্তনের পর অ্যাথলেটিকস ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। প্যারিস অলিম্পিক থেকে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে গিয়ে ই-মেইলের মাধ্যমে ফেডারেশন ছাড়েন তিনি। কিন্তু দুর্নীতিগ্রস্থ সাবেক এই কর্মকর্তার বিচার চেয়েছেন সাবেক অ্যাথলেটরা। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানিয়েছেন তারা। শুধু তাই নয়, বর্তমান কমিটিরও বিলুপ্তি চেয়েছেন। মানববন্ধনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেটসহ অনেকেই ছিলেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বলেছেন, ‘মন্টু একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। অর্থ আত্মসাৎকারী। সবশেষ ওয়ালটনের দেয়া ৭ কোটি টাকা ও নিমিষেই শেষ করে ফেলেছে। আমাদের কাছে সেই কাগজপত্রও আছে। ও ফেডারেশন চালিয়েছে স্বৈরশাসনের মাধ্যমে। কৃতী অ্যাথলেটদের বের করে দিয়ে কমিটি করেছিল। আমরা সবকিছু নিয়ে দুর্নীতিবাজ মন্টুর বিচার চাই। পাশাপাশি নতুন কমিটি গঠন করে অ্যাথলেটিকসকে আবারো ট্র্যাকে ফিরিয়ে আনতে চাই।’