ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবের নামে হত্যা মামলা : নিরব বিসিবি

সাকিবের নামে হত্যা মামলা : নিরব বিসিবি

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তারকার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এসেছে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে রুবেল নামে এক ?যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সরকার পতনের পরে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ২৮ জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে মামলা করেছেন। এই অলরাউন্ডার এখনো তিন ফরম্যাটে খেলছেন। এ বিষয়ে জানতে চাইলে কিছু বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের শীর্ষ কয়েকজন কর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রসঙ্গে ‘অন রেকর্ড’ মুখ খুলতে চান না কেউই।

বর্তমানে সাকিব বাংলাদেশের হয়ে পাকিস্তান সফরে খেলছেন রাওয়ালপিন্ডি টেস্টে। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মামলা হয় তার নামে। গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় আসামি করা হয় ৩৭ বছর বয়সী অলরাউন্ডারকে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত সাকিব দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ১২০টি আন্তর্জাতিক ম্যাচে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিনি আছেন তিন সংস্করণেই। যে হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলা, সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে। কোটা আন্দোলন ও সেটির সূত্র ধরে সরকার পতনের আন্দোলনের পুরো সময়টা দেশের বাইরেই ছিলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার। মামলায় সাকিবের নাম আসার পর গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী, দুজন পরিচালকসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। কিন্তু মুখ খুলতে নারাজ সবাই। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে ফোন করা ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত