ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় ক্রীড়া পরিষদের ব্যাখ্যা

বিসিবির পরিচালক পদে পরিবর্তন গঠনতন্ত্র মেনেই

বিসিবির পরিচালক পদে পরিবর্তন গঠনতন্ত্র মেনেই

দীর্ঘ দিন পর ক্ষমতার পালাবদল হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারা বাংলাদেশে পরিবর্তনের জোয়ার বইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। তা ছাড়া পরিবর্তন এসেছে পরিচালকের পদেও। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস চৌধুরী ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে নতুন ভাবে মনোনয়ন দেয়া হয় ফারুক ও নাজমুল আবেদীন ফাহিমকে। বিসিবিতে এমন পরিবর্তনে সরকারের হস্তক্ষেপ আছে বলে অভিযোগ করছেন কেউ কেউ। সাবেক বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি দাবি করেছেন, ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ করছে সরকার। তার দাবি যেহেতু তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক, তাই তার বদলে নতুন কাউকে মনোনীত করা হলে তাকে অন্তত জানিয়ে করা উচিত ছিল। সেটাই সাধারণ নিয়ম। কিন্তু এনএসসির কেউ তা করেননি। ববি পদত্যাগ করেননি। তার মনোনয়ন বাতিলের খবর তাকে না জানানোয় এনএসসির বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন এই বোর্ড পরিচালক। ববির অভিযোগের ব্যাখ্যা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে এনএসসি। তারা জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেয়া হয়েছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। এই মনোনয়ন ফিলোসফি অব জুডিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত