ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যা দুর্গতদের কোটি টাকা অনুদান দিল বিসিবি

বন্যা দুর্গতদের কোটি টাকা অনুদান দিল বিসিবি

ভারি বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ১৩টি জেলা। এতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি এই ঘোষণা দেন। এরপর ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেয়ার প্ল্যান করেছি।’ তিনি আরো বলেন, ‘আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারো বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেয়ার চিন্তা ভাবনা করছি।’

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত