এক সেঞ্চুরিতে মুশফিকের যত রেকর্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মাঝে দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। তাই জাতীয় দলে খেলার আগে ‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। চার দিনের সেই ম্যাচে ব্যাটিংটা মনপুত হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। উল্টো চোটে পড়েন তিনি।

আঙুলে চোট নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে নেমেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। দলের প্রয়োজনে আরো একবার জ্বলে উঠলেন, খেুঁজে পেলেন ছন্দ, ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। দারুণ ব্যাটিংয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এই সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন মুশফিক, দেশের পক্ষে বিদেশের মাটিতে নাম তুলেছেন এক কীর্তিতে। যেখানে তার নামটা সবার উপরে। ক্যারিয়ারের ৮৯তম টেস্ট খেলতে নামা মুশফিকের এটা ১১তম সেঞ্চুরি। এতোদিন ১০টি সেঞ্চুরিতে তামিমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করে নিজেকে পরের ধাপে নিয়ে গেলেন দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ডানহাতি এই ব্যাটসম্যান। মুশফিকের সামনে কেবল ১২টি সেঞ্চুরি করা মুমিনুল হক। এই সেঞ্চুরিতে আরেকটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ক্রিকেটার। টেস্টে ১১ সেঞ্চুরির মধ্যে বিদেশের মাটিতে এটা তার পঞ্চম সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম। এতোদিন বিদেশের মাটিতে তামিম ও মুশফিকে দুজনেরই ৪টি করে সেঞ্চুরি ছিল। তিন ফরম্যাট মিলিয়ে ২০তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে থাকা তামিম ২৫টি সেঞ্চুরির মালিক। এক সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে যাওয়া মুশফিক আরেকটি কীর্তিতে তামিমের পাশে নিজের নামটি বসিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। একবার জীবনও পেলেন। মনে হচ্ছিল, তার এই ইনিংস যেন থামবেই না! কিন্তু হুট করেই একটু ভুল করে বসলেন। ডাবল সেঞ্চুরির সুবাস পেয়েও তাই হারিয়ে ফেললেন। অসাধারণ ইনিংসটির সমাপ্তি হলো আফসোসকে সঙ্গী করে। দিনের শেষ সেশনে ১৯১ রান করে আউট হন মুশফিক। তিনটি ডাবল সেঞ্চুরি তার আছে আগে থেকেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেন তিনি। তারপর ২০১৮ ও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি মারেন। বাংলাদেশের হয়ে একাধিক দ্বিশতক নেই আর কারো।