শেষ চারে ভারত বাধা টপকাতে চায় বাংলাদেশ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরেই এখন ভাবনা বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের। ফাইনাল খেলতে হলে সেমিফাইনালের বাধা টপকাতে হবে আগে। আগামীকাল সোমবার শেষ চারে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল সবুজের যুবারা। গতকাল শনিবার কাঠমান্ডুতে অনুশীলন শেষে সে কথা মনে করেই কোচ মারুফুল হক বলেন, ‘নেপালে এসে আমরা বলেছিলাম যে, চ্যাম্পিয়ন হতেই এসেছি। ফাইনালেতো খেলবোই। কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিন হওয়া হয়নি। গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে আকস্মিক আমরা একটা গোল হজম করেছি। আশা করি খেলোয়াড়রা এটা কাটিয়ে উঠতে পারবে।’ পরবর্তী ম্যাচ নিয়ে কোচের কথা, ‘আমাদের সেমিফাইনাল ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত বরাবরই শক্ত প্রতিপক্ষ। কঠিন প্রতিপক্ষ হলেও আমরা যা দেখেছি আমাদের খেলোয়াড়দের মনযোগ বেশ ভালো। গত ম্যাচ থেকে বের হয়ে আসা, বাউন্স ব্যাক করা সেই মানসিকতা নিয়ে আমরা ভারতের সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে খেলতে পারবো।’ দলের অন্যতম ফরোয়ার্ড মঈনুল ইসলাম মঈন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আমরা ভালো ট্রেনিং করছি। কঠিন অনুশীলন করেছি। আজ আমাদের রিকভারি সেশন। আমরা সোমবার ম্যাচ খেলবো। কোচের যে পরিকল্পনা দিচ্ছেন, সেগুলো আমরা করছি। ইনশাল্লাহ যারা মাঠে খেলবে সবাই আলহামদুলিল্লাহ নিজেদের শতভাগ দিয়েই খেলবে।’