ক্রিকেটকে বিদায় ধাওয়ানের

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেমে গিয়েছিল দুই বছর আগেই। ফেরার সম্ভাবনাও আর ছিল না। এবার শিখর ধাওয়ান জানিয়ে দিলেন তাকে পাওয়া যাবে না ঘরোয়া ক্রিকেটেও।

সব ধরণের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন ১৩ বছর ভারতের হয়ে খেলা বাঁহাতি ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পেশাদার ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ধাওয়ান। ফলে আসছে আইপিএলেও দেখা যাবে না অন্যতম সফল ওপেনারকে। ওয়ানডে ক্রিকেটে ৫০০০ এর বেশি রান এবং ৪০ এর বেশি গড় ও ৯০ এর বেশি স্ট্রাইক রেট তার অসাধারণ কার্যক্ষমতার প্রমাণ। ওয়ানডেতে এই কীর্তি গড়া মাত্র আটজন ব্যাটসম্যানের একজন তিনি। সব মিলিয়ে ১৬৭টি ওয়ানডেতে ৪৪.১১ গড় এবং ৯১.৩৫ স্ট্রাইক রেটে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। তার শেষ ওয়ানডে ছিল গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।