ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক

সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক

বাংলাদেশে বাস্তবতায় কোনো অর্জনে সাকিব আল হাসানকে পেছনে ফেলতে পারা মানে দারুণ কিছু। মুশফিকুর রহিম তেমন কিছুই করলেন। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচণ্ডসেরা হওয়ার রেকর্ড এখন মুশফিকের। রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়ে এই তালিকায় সবার ওপরে ওঠেন মুশফিক। সাদা পোশাকে ম্যাচ সেরা হলেন তিনি সপ্তমবার। ম্যাচ যদিও অনেক বেশি খেলেছেন তিনি। ৮৯ ম্যাচ খেলেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব ছয়বার ম্যাচ সেরা হয়েছেন ৬৮ টেস্টে। ৬২ টেস্টে চারবার সেরা হয়েছেন মুমিনুল হক, তিনবার করে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। দেশের বাইরে সবচেয়ে বেশিবার সেরা হওয়ার ক্ষেত্রেও এখন এককভাবে শীর্ষে মুশফিক। তৃতীয়বার ম্যাচণ্ডসেরা হলেন তিনি বিদেশের টেস্টে। তামিম ইকবাল হয়েছেন দুইবার, একবার করে সাকিব, আশরাফুল ইবাদত হোসেন চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মাহমুদউল্লাহ। তিন সংস্করণ মিলিয়ে সেরায় অবশ্য সাকিবের ধারেকাছে নেই কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫বার সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তামিম সেরা হয়েছেন ২২বার, মুশফিক ২১বার, মাশরাফি বিন মুর্তজা ১২বার। টেস্টে ২৩বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার বিশ্বরেকর্ড কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের, আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি শচিন টেন্ডুলকারের (৭৬বার)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত