ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিব কর্ণার

দুঃসময়ে সাকিবের পাশে সতীর্থরা

দুঃসময়ে সাকিবের পাশে সতীর্থরা

সাকিব আল হাসানের দুঃসময় বেশ অনেক দিন ধরেই চলছে। ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে পারেননি, চোখের সমস্যায় ভুগছিলেন বেশ, সঙ্গে জড়িয়ে পড়ছিলেন নানা সমালোচনায়, তবে দুঃসময়টা আরো বেশি ঘনীভূত হয়েছে চলতি মাসে। ৫ আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন থেকে। জনপ্রতিনিধি হিসেবে যে পদটা ছিল তার, সেটা নেই হয়ে গেছে সরকার পতনের সঙ্গে সঙ্গে। তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকা, এরপর সমর্থকের সঙ্গে এ বিষয়ে তর্কে জড়িয়ে পড়াৃ সমালোচনার শেষ ছিল না কানাডাতে গিয়েও। সবকিছু একপাশে ঠেলে তিনি মাঠে নেমেছিলেন। তবে পরিস্থিতি বলছে এবার বুঝি সেটাও বন্ধ হতে চলল! রাজধানীর আদাবর থানায় তার নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেখানে তাকে বলা হয়েছে হুকুমের আসামি। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে।

এমন পরিস্থিতিতে অবশ্য সাকিব পাশে পাচ্ছেন তার সতীর্থদের। জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় মনে করছেন, সাময়িক সংকটের মুখে পড়েছেন সাকিব। অবিলম্বে এই সংকট কেটে যাবে। শিগগিরই অন্ধকার পেরিয়ে আলো ফুটবে। এক ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। আপনি আমাদের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। আমরা সবাই আপনার সাথে আছি। ইনশাআল্লাহ, এই অন্ধকার কেটে যাবে। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন।’ রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬-৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’ পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।’ ব্যাটার সাব্বির রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত