ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিসিবির উপদেষ্টার পদ ছাড়লেন ওয়াকার

পিসিবির উপদেষ্টার পদ ছাড়লেন ওয়াকার

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর দল দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ৬ নম্বরে। অপরদিকে ঘরের মাঠে হেরে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন শান মাসুদরা। কেউ কেউ আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকে। দায়িত্ব নিতে না নিতেই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপদেষ্টার পদ ছাড়লেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে। মাত্রই পিসিবির ক্রিকেটবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ইউনুস। তিন সপ্তাহের জন্য তাকে এই পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এ অল্প সময় শেষ হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট উপদেষ্টা হওয়ার জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিলেন সাবেক দেশটির ক্রিকেট ওয়াসিম আকরাম। ব্যক্তিগত কারণ ও কাজের চাপ দেখিয়ে সেই প্রস্তাব পেয়ে নাকচ করে দেন তিনি। পরে ইউনুসকে এই পদে নিয়োগ করেন বোর্ড সভাপতি মহসিন নকভি। কথা ছিল, পিসিবির বেঁধে দেয়া তিন সপ্তাহ শেষ হওয়ার পর নতুন উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটিই করা হয়েছে। এরইমধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন। এরপর সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে। নতুন এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন না ইউনুস এমনটিই জানা গেছে পাকিস্তানের গণমাধ্যমের খবরে। পিসিবির নির্ভরযোগ্য সূত্র ‘পিটিআই’কে জানিয়েছে, ‘বোর্ড ক্রিকেটবিষয়ক উপদেষ্টা পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন যে প্রার্থীরা আবেদন করেছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে। ওয়াকার ইউনুস পিসিবির গণবিজ্ঞপ্তিতে উপদেষ্টার পদের জন্য পুনরায় আবেদন করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে ওয়াকার বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানাননি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত