‘মাঠে দারুণভাবে বিচরণ করে এমবাপ্পে’

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

একটি-দুটি নয়, সুযোগ এলো বেশ কিছু। কিন্তু রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচে কোনোটিই কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় তার গোলের খাতা খোলা হলো না এই ম্যাচেও। তাতে অবশ্য দুর্ভাবনার কিছু দেখছেন না কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, এমবাপ্পের গোল এই এলো বলে। রিয়াল মাদ্রিদের জার্সিতে পথচলা অবশ্য গোল দিয়েই শুরু করেছিলেন এমবাপ্পে। তুমুল আলোচিত দল বদলের পর নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোল করেন তিনি উয়েফা সুপার কাপে। তবে লা লিগায় দুই ম্যাচ খেলে এখনো জালের দেখা পাননি তিনি।

লিগে প্রথম ম্যাচে তো নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। গত রোববার ভাইয়াদলিদের বিপক্ষে সুযোগ পান কয়েকটি। পরিষ্কার সুযোগই ছিল অন্তত তিনটি। অন্য কোনো দিন বা অন্য কোনো ম্যাচে হয়তো এরকম সুযোগে দুই-তিন গোল করে ফেলতেন তিনি। কিন্তু এ দিন তার ফিনিশিং ভালো হয়নি একটুও, গোল করতে পারেননি একটিও। স্রেফ দুই ম্যাচে গোল না পাওয়া এমনিতে উল্লেখযোগ্য কিছু নয়। নতুন দেশ, নতুন ক্লাব, নতুন লিগে মানিয়ে নিতেও সময় লাগে। তবে নামটি যখন এমবাপ্পে, তখন তো একটু আলোচনা হয়ই। ঢাক গুড়গুড় একটু তাই শোনা যাচ্ছে। ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তির সংবাদ সম্মেলনও প্রসঙ্গটি উঠল। একটু ছড়িয়ে না খেলিয়ে এমবাপ্পেকে সেন্টার ফরোয়ার্ড খেলানোয় তার ভূমিকা সীমাবদ্ধ হয়ে পড়ছে কি না, এই প্রশ্ন করা হলো। রেয়াল মাদ্রিদ কোচ তা উড়িয়ে দিলেন।