ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না : মুশফিক

সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না : মুশফিক

রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন সুখী পরিবার। আমরা করবো জয় গানে নতুন বাংলাদেশের বার্তা ছড়ালেন ক্রিকেটার, কোচ ও কর্মকর্তারা। কিন্তু এমন সুখী পরিবেশেও অস্বস্তির বার্তা যোগ করেছে সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে এই অলাউন্ডারকে। তাকে দেশে ফেরাতে বিসিবিকে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশও। এমন পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল সোমবার সতীর্ত সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’ রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’ এছাড়া সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্যান্য সতীর্থরাও। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে! মুমিনুল হক লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত