ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। লাল সবুজের প্রতিনিধিরা এই ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। দুবাইয়ে আইসিসি একাডেমির ১ নম্বরে মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। লাল সবুজের প্রতিনিধিরা এই ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। দুবাইয়ে আইসিসি একাডেমির ১ নম্বরে মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর। আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। মূল পর্বের আগে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ম্যাচগুলো হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে নারী বিশ্বকাপ ২০২৪ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেয়া হয়েছে। এরপর নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি প্রকাশ করেছিল আইসিসি। গতকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করলো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশে থাকতে যেদিন টুর্নামেন্ট শুরুর কথা ছিল, সেই তারিখ পরিবর্তন করেনি আইসিসি। যে কারণে আগের ফিকশ্চার অনুসারে ৩ অক্টোবর থেকেই খেলা শুরু হবে। খেলা আমিরাতে হলেও এই বিশ্বকাপের আনুষ্ঠানিক ভেন্যু হিসেবে থাকবে বাংলাদেশের নামই। ৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত