ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেরা র‍্যাংকিংয়ে ফিরলেন মুশফিক

সেরা র‍্যাংকিংয়ে ফিরলেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মূলনায়ক ছিলেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় লিড পায় টাইগাররা। সেই লিডেই বাজিমাত করে দলটি। আর সেই পুরস্কারটা পেয়েছেন আইসিসির র?্যাংকিংয়ে। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন তিনি। গতকাল বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই র?্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছেন মুশফিক। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও এই অবস্থানে উঠেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট পেয়েছেন এবারই। পাকিস্তানের বিপক্ষে সেই জয়ে প্রথম ইনিংসে ১৯১ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাটিংয়েই নামতে হয়নি। ৩৪১ বলের সেই ধৈর্যশীল ইনিংসটি সাজাতে ২২টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন এই ব্যাটার। তাতে ২৪ নম্বর স্থান থেকে সাত ধাপ এগিয়ে আসেন তিনি। ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৬ রানের ইনিংস খেলে এই উইকেটরক্ষক-ব্যাটার উঠে এসেছেন ২৭ নম্বরে। ৭৭ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে বড় উন্নতি হয়েছে পেসার হাসান মাহমুদের। ২৩ ধাপ এগিয়েছেন এই পেসার। দুই ইনিংসে ৩ উইকেট শিকার করে এক লাফে ৭৪ নম্বরে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত