ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মন্ত্রণালয়ের অর্থ পুরস্কার বন্যার্তদের দেবে সাফজয়ীরা

মন্ত্রণালয়ের অর্থ পুরস্কার বন্যার্তদের দেবে সাফজয়ীরা

নেপালকে উড়িয়ে প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

গত বুধবার ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারায় লাল সবুজের যুবারা। পরের দিন গতকাল বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন যুবারা। এদিন বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেদের চেহারায় ছিল খুশির ঝিলিক। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এসে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি মিষ্টি মুখও করানো হলো তাদের। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় ক্রীড়া পরিষদে যান তারা। সেখানে সাফজয়ীদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিলে সেটি বন্যার্তদের প্রদান করতে বলেন সাফজয়ী দলের কোচ মারুফুল হক। সাফচ্যাম্পিয়নরা দেশে ফেরার পর তাদের জন্য প্রস্তুতকৃত জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রীড়া উপদেষ্টা সাফ আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সবাইকে ২৫ হাজার টাকা কের আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

এই ঘোষণার পরপরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফ উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যাদুর্গতদের প্রদানের অনুরোধ জানান। মারুফ বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যাদুর্গতদের প্রদানের জন্য দেয়া হলো।’ এর আগে বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ওই সময়ও কোচ মারুফ দলের ওই জয় বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত