ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিসিবির আরো দুই পরিচালকের পদত্যাগ

বিসিবির আরো দুই পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বড় পরিবর্তন এসেছে বোর্ডে। ক্রীড়া মন্ত্রণালয়ে ডাকা নতুন সভাপতি নির্বাচনের সভার আগেই পদত্যাগ করেছিলেন পরিচালক জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত হিসেবে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে বাদ দিয়ে নতুন করে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয় নাজমুল আবেদিন ফাহিমকে। এবার নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিং ডাকা হয় আজ। যেখানে পদ্যাতের ঘোষণা দিয়েছেন বিসিবির আরো দুই পরিচালক। তারা হলেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং তানভির আহমেদ টিটু।

এর মধ্যে নাদেল হলেন ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মৌলভীবাজার-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং তানভির আহমেদ টিটু হলেন- নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের শালা।

নাজমুল হাসান পাপন বোর্ড প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও এ বোর্ডে যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও সম্পৃক্ত তারা আর বোর্ডে আসেননি। এদের মধ্যে আছেন আ জ ম নাসির, নাইমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, শফিউল আল চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভির আহমেদ টিটু, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের প্রমুখ পরিচালক। যতদূর জানা গেছে, তারা যোগাযোগও করেননি।

আবার বোর্ডে ফিরবেন, সে সম্ভাবনাও কম। এছাড়া ৪ পরিচালক ছুটি চেয়ে আবেদন করে রেখেছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে। শুধু মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলমরা বোর্ডে আসছেন। ধরেই নেয়া হচ্ছে, এ কয়জন পরিচালকই ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে থেকে যাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত