ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শাহিন আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শাহিন আফ্রিদি

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। সে টেস্ট চলাকালীন সন্তানের বাবা হয়েছিলেন স্বাগতিক পেসার শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার ছুটিতে যাওয়ার বিষয়টি অনুমিতই ছিল। তবুও এই টেস্টের ১৭ সদস্যের স্কোয়াডে তার নাম থাকায় কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত ছুটি পাচ্ছেন এই গতি তারকা। তাকে ছাড়াই দল সাজিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের জন্য একাদশ দুই দিন আগেই ঘোষণা করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের জন্য তা করেনি দলটি। একদিন আগে জানিয়েছে ১২ জনের নাম। শাহিন আফ্রিদি ছাড়া প্রথম টেস্টের একাদশের বাকি ১০ জন রয়েছেন ঘোষিত এই স্কোয়াডে। এর আগে ১৭ সদস্যের স্কোয়াডে লেগস্পিনার আবরার আহমেদকে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা প্রবল। তিনি রয়েছেন ১২ জনের দলে। এছাড়া পেসার মীর হামজাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। গত বছরের জুলাইয়ে চোট থেকে ফেরার পর সাদা পোশাকে দুর্দান্ত কিছু করে দেখাতে পারেননি শাহিন। এ সময়ে ১০ ইনিংসে ১৬ উইকেট পেয়েছেন তিনি। শাহিনের দলে না থাকা নিয়ে পাকিস্তানের সাদা পোশাকের প্রধান কোচ জেসন গিলেস্পি বলেন, ‘বল হাতে আরো বেশি কার্যকর হওয়ার জন্য বেশ কিছু বিষয় নিয়ে সে কাজ করছে। সে আমাদের তিন ফরম্যাটের ক্রিকেটার। কদিন আগে সে বাবা হয়েছে। আমরা চাই সে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাক।’ আজ শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় হারের ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় টেস্টে পাকিস্তান স্কোয়াড : আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত