ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে ভাসলো ম্যাচ সিরিজ শাহিনসের

বৃষ্টিতে ভাসলো ম্যাচ সিরিজ শাহিনসের

বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি পাকিস্তানের ঘরের মাঠ টাইগারদের ‘এ’ দলেরও নামার কথা ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিন থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। আর তা শেষ পর্যন্ত সত্য হয়, তাতে বাবর-রিজওয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই দিন ইসলামাবাদে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ‘এ’ দলের।

গতকাল শুক্রবার ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ভেসে গেছে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিও হয়নি বৃষ্টির কারণে। তাই প্রথম ম্যাচ জেতা শাহিনসের ঘরে উঠেছে সিরিজের ট্রফি। এ ম্যাচেও টস হয়নি। অতি ভারি বৃষ্টির কারণে এদিন মাঠের কাভারও খুলতে পারেননি ম্যাচ রেফারিরা। ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অপেক্ষা করলেও টান বৃষ্টির কারনে খেলা শুরুর কোনো সম্ভাবনা না থাকায় ম্যাচটা আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে ১-০ তে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান শাহীনস। বৃষ্টিময় এক সফরের শেষটাও বৃষ্টিস্নাত হলো বাংলাদেশ ‘এ’ দলের। দুটি চার দিনের ম্যাচের পর এক দিনের ম্যাচের সিরিজেও বাগড়া বাধাল প্রকৃতি। পরপর দুই ম্যাচ হয়ে গেল পরিত্যক্ত। পাকিস্তান শাহীনস দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার উদ্দেশ্যে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দুইটি চার দিনের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচ দুটি হয়েছে ড্র। এদিকে শেষ দুটি ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি। তাতে দুই শিবিরেই হতাশা কাজ করার কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত