ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে ৪-১ গোলে জেতে মিরাজুল ইসলামরা। এবার শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। নতুন মিশনে বাংলাদেশ প্রথম ম্যাচেই পাচ্ছে ভারতকে।

ফ্লাইট জটিলতার কারণে দুই দিন পিছিয়ে ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারে টুর্নামেন্ট। গতকাল রোববার নতুন সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশ। দুই দিন পর গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে মালদ্বীপের বিপক্ষে। আসন্ন সাফে ৭টি দল নিয়ে লড়াই হবে। ‘এ’ গ্রুপে ৩ দল থাকলেও ‘বি’ গ্রুপ ৪ দলের- স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে সেরা দুটি দল নিয়ে হবে সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল। ২০১৫ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ফাইনালে হারায় তারা। আর গত বছর ভুটানে অনূর্ধ্ব-১৬ সাফে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত