ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিয়াল মাদ্রিদকে জিতিয়ে এমবাপ্পে

‘জানতাম গোল আসবেই’

‘জানতাম গোল আসবেই’

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে তিন ম্যাচ খেলেও গোল না পাওয়ায় কিলিয়ান এমবাপ্পের ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছিল। কৌতূহল বাড়ছিল। গুঞ্জন ছড়াচ্ছিল। আপাতত সবকিছুর সমাপ্তি! রিয়ালের জার্সিতে লা লিগায় প্রথম গোলের স্বাদ পেয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমটির হাত ধরে আরেকটি ধরা দিতেও সময় লাগল না বেশি। স্বস্তির শ্বাস তাই নিতে পারছেন তিনি। জোড়া গোলের পর ফরাসি তারকা বললেন, এই পথ ধরেই ছুটতে চান সামনে। গত রোববার রাতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ জয় পায় ২-০ গোলে। লিগে নিজের প্রথম তিন ম্যাচে গোলবিহীন থাকার পর অবশেষে জালের দেখা পেলেন তিনি। সবশেষ দুই ম্যাচে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। বেতিসের বিপক্ষে এই ম্যাচেও সুযোগ হাতছাড়া করার হতাশায় পুড়তে হয় তাকে। ২৪তম মিনিটে তার কোণাকুনি শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি ৪০তম মিনিটে। ৫০তম মিনিটেও খুব কাছ থেকে জালে বল পাঠাতে পারেননি তিনি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে ৬৭তম মিনিটে। গোলে বড় কৃতিত্ব অবশ্য ফেদে ভালভের্দের। বক্সের ঠিক মাথায় রদ্রিগোর কাছ থেকে পাস পেয়ে চকিতে দারুণ এক ব্যাকহিল করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বাড়ান উরুগুয়ের মিডফিল্ডার। এমবাপ্পে দারুণ গতিতে বল ধরে পরাস্ত করেন গোলকিপারকে। লা লিগায় প্রথমবার দেখা যায় এমবাপ্পের চেনা উদযাপন। আট মিনিট পর ভিনিসিউস জুনিয়রকে বেতিসের গোলকিপার ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। এমনিতে দলের পেনাল্টি নেয়ার দায়িত্ব এই ব্রাজিলিয়ানেরই। কিন্তু তিনি নিজে না নিয়ে পেনাল্টি নিতে দেন এমবাপ্পেকে। ব্যবধান বাড়াতে সমস্যা হয়নি তার।ম্যাচের পর এমবাপ্পে বললেন, লা লিগায় প্রথম গোল, সেটিও তার স্বপ্নের মাঠে, মুহূর্তটি তার মনে থাকবে। তবে নিজের গোলের চেয়ে দলের জয়ই বেশি তৃপ্তি দিয়েছে তাকে। ‘দারুণ মুহূর্ত এটি।

বিশ্বের সেরা স্টেডিয়ামে, এই কল্পনার রাজ্যে গোল করতে মুখিয়ে ছিলাম আমি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। লাস পালমাসের বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচে জিততেই হতো। যদিও কাজটা সহজ ছিল না। তবে আমরা রিয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত জিতেছিই।’ তিন ম্যাচে গোল না পেলেও ক্লাবের পক্ষ থেকে বা দলের ভেতরে কোনো চাপ অনুভব করেননি এমবাপ্পে। গোল করতে তিনি মরিয়া হয়ে উঠছিলেন বটে, তবে বিশ্বাসটা তার ছিল। এই সময়টায় সবার কাছ থেকে দারুণ প্রেরণাও পেয়েছেন বলে জানালেন ২৫ বছর বয়সি তারকা। ‘চাপ ছিল শুধু এখানে মানিয়ে নিতে। গোল নিয়ে সমস্যা ছিল না। ক্যারিয়ারজুড়ে তো কতই গোল করেছি। জানতাম গোল আসবেই। তিন ম্যাচে গোল করতে না পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে ঠিক আছে, এরকম হতে পারে। সতীর্থদের ভরসা আমার ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত