এবার ভুটানে যাবে অনূর্ধ্ব-১৭ দল
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
কয়েক দিন আগেই নেপাল থেকে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথবার শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিরাজুল ইসলামরা। এবার পালা অনূর্ধ্ব-১৭ দলের। ২০ সেপ্টেম্বর ভুটানে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। নতুন মিশনে বাংলাদেশ প্রথম ম্যাচেই পাচ্ছে ভারতকে। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশ। দুই দিন পর গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে মালদ্বীপের বিপক্ষে। আসন্ন সাফে ৭টি দল নিয়ে লড়াই হবে। এ- গ্রুপে তিন দল থাকলেও বি- গ্রুপে চার দল স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুটি করে দল নিয়ে হবে সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল। ২০১৫ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ফাইনালে হারায় তারা। আর গত বছর ভুটানে অনূর্ধ্ব-১৬ সাফে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ।