‘সাবেক প্রেমিকের দেয়া’ আগুনে দগ্ধ অ্যাথলেট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

প্যারিস অলিম্পিকসের ম্যারাথনে অংশ নেয়া উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপটেগি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সাবেক প্রেমিক তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুশীলনের জন্য প্রতিবেশী দেশ কেনিয়ায় থাকেন রেবেকা। সেখানে তার বাড়িতে গত রোববার ঘটেছে এই ঘটনা।

৩৩ বছর বয়সী এই দৌড়বিদের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ প্রধান জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন।

দুজনই কেনিয়ার এলডোরেটের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টিতে জমি কিনে একটি বাড়ি করেছিলেন রেবেকা।

স্থানীয় এক প্রশাসকের প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের মধ্যে জমি নিয়ে ঝগড়া চলছিল। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গত জুলাই-অগাস্টে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকসে ম্যারাথনে ৪৪তম হয়েছিলেন রেবেকা।