কিংসের ভেন্যু পাচ্ছে না আবাহনী
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুমের জন্য কিংস অ্যারেনাকে ব্যবহার করতে চেয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। হোম ভেন্যুর জন্য চাইলেও সেটি পাচ্ছে না আকাশী নীল জার্সিধারিরা। কিংস কর্তৃপক্ষ বরং লিগে আরেক দল ফর্টিজ এফসিকে সেটি হোম ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। গতকাল বুধবার ক্লাব দুটিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছে তারা। এ প্রসঙ্গে কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ফর্টিজ ও আবাহনী দুই ক্লাবই আমাদের মাঠটি হোম ভেন্যু করার আবেদন করেছিল। আগে ফর্টিজ আবেদন করায় আমরা তাদের হোম ভেন্যু দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন একটি ভেন্যু সর্বোচ্চ দুই ক্লাব ব্যবহার করতে পারবে। কিংসের পাশাপাশি ফর্টিজ ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আবাহনীর তখন সুযোগ থাকছে না। আজই চিঠি যাচ্ছে।’ জানা গেছে, কিংস অ্যারেনা না পেলে আবাহনী বিকল্প হিসেবে কুমিল্লা স্টেডিয়াম চিন্তা করে রেখেছে। তবে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘কিংসের ভেন্যু আমরা চেয়েছিলাম। এখন না পেলে লিগের জন্য কুমিল্লাকে ভেন্যু করার সুযোগ আছে। এখনও কিছু ঠিক হয়নি। দেখা যাক কী হয়।’