ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তান অধিনায়কের ক্ষমা প্রার্থনা

পাকিস্তান অধিনায়কের ক্ষমা প্রার্থনা

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে পাকিস্তানি পেসারদের আঁতুড়ঘর বলা হয়। এই মাঠে সবসময়ই ফেভারিট ছিলো স্বাগতিকরা। সেখানেই দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের কাছে হেরে সমর্থকদের রোষানলে পড়েছে পাকিস্তান দল, গণমাধ্যমেও ধেয়ে আসছে তীব্র সমালোচনা। উত্তপ্ত পরিস্থিতিতে তাদের পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের কাছে হারের পর চরম বিধ্বস্ত পাকিস্তান দলনায়ক সংবাদ সম্মেলনে এসেই পড়েন প্রশ্নের স্রোতে। শুরুতেই তিনি নিজের দায় কাঁধে নিয়ে ক্ষমা চান তিনি, ‘আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনো বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরো কীভাবে ভালো করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত