বর্তমানে ক্রিকেট খেলার সবথেকে জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। ২০ ওভারের ক্রিকেটে চার-ছ্যের বন্যায় দারুণ আমোদিত হন ক্রিকেটপ্রেমী সমর্থকরা। সময় যত গড়াচ্ছে, এ সংস্করণে আগ্রাসী মণোভাব তত বাড়ছে, ফলে এখন হরহামেশাই দেখা মিলছে বড় দলীয় সংগ্রহের। কিন্তু এদিকে ঘটেছে উল্টো ঘটনা। টি-টোয়েন্টি খেলতে নেমে কি না একটি দল অলআউট হয়েছে ১ ওভারে মাত্র ১০ রান করেই। এমন ঘটনা ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে। আগে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া সিঙ্গাপুরের বোলারদের তোপে অলআউট হইয় কেবল ১০ রান করে। ৫ ওভাররে ৫ রান করতেই মঙ্গোলিয়া হারায় ৪ উইকেট। এরপরের ৫ ওভারে বাকি ৬ উইকেটও হারায় দলটি। ফলে ১০ ওভারে ১০ রান করতে না করতেই সবাই আউট হয়। মঙ্গোলিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ২ রান করেছেন দুইজন। এ ছাড়া পাঁচজন আউট হয়েছেন কোনো রান না করেই, বাকি চারজন করেছেন ১ রান।
এদিকে ১১ রানের ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে সিঙ্গাপুরও হারিয়েছে ১ উইকেট, তবে ম্যাচটি জিতে নিয়েছে ৫ বলেই। ১১৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে এশিয়ার দেশটি। ১০ রানে অল আউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে কম দলীয় রান করার রেকর্ডে নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। তবে এ রেকর্ডে তারা একা নয়। এর আগে স্পেনের বিপক্ষে এক ম্যাচে ১০ রানে আউট হয়েছিল আইল অব মান। এই ম্যাচে সিঙ্গাপুরের হয়ে সবথেকে বেশি ৬টি উইকেট নিয়েছেন হার্শা ভরদ্বোয়াজ, ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার এখন তারই।