ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

থাইল্যান্ডে তিন পদক জয় বাংলাদেশের

থাইল্যান্ডে তিন পদক জয় বাংলাদেশের

কিংস কাপ সেপাক টাকরো বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের আগের দিন রেগু একটি ব্রোঞ্জ জিতেছিল মেয়েরা। গতকাল বৃহস্পতিবার রাতে একটি করে রুপা ও ব্রোঞ্জ জেতেন লাল সবুজের খেলোয়াড়রা।

মেয়েদের কোয়াড ইভেন্টে বাংলাদেশ নেপালকে ১৭-১৫ ও ১৫-৭ পয়েন্টে এবং তৃতীয় সেটে শ্রীলঙ্কাকে ১৭-১৫ ও ১৫-৫ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় পদকটি জেতেন মেয়েরা।

এ ছাড়া মিশ্র কোয়াড ইভেন্টে বাংলাদেশের ছেলেরা ১৫-৯ ও ১৫-৮ পয়েন্টে হারিয়ে রুপা জিতে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত