ব্যালন ডি’অর জিততে আত্মবিশ্বাসী মার্তিনেজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। গত প্রায় দুই দশক ধরে এই পুরস্কারকে অনেকটাই ব্যক্তিগত সম্পত্তি করে রেখেছিলেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময় দুজনে ভাগাভাগি করে জিতেছেন এ পুরস্কার। তবে ইউরোপিয়ান ফুটবলের পরিসর থেকে বিদায় নেয়ায় মেসি-রোনালদো আর এবার ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হননি। ২০২৪ সালে ব্যালন ডি’অর পুরস্কার পাওয়ার জন্য মনোনিতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ৩০ জনের এ তালিকায় নাম নেই মেসি কিংবা রোনালদো কারোরই। ২০০৩ সালের পর এমন ঘটনা এবারই প্রথম। ফলে এবার তরুণ তারকাদের মধ্য থেকে কেউ একজন এ পুরস্কার জিতবেন এমনই ধারণা করা হচ্ছে।