ভারত সিরিজে ফিরছেন তামিম, তবে...

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে খেলার পথ এখনো খোলা রেখেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাবেক এ অধিনায়ক। গত বছরের ২৩ সেপ্টেম্বরে সবশেষ লাল সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন দেশ সেরা এই ওপেনার। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি টাইগার এই ওপেনারের। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন এসেছে। তাতে তামিমের জাতীয় দলে ফেরার পথও খুলেছে। তিনি কাজ করছেন নিজেকে ফিরে পাওয়ার জন্য। এরই মাঝে গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্যমতে এরই মধ্যে সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। যদিও এখনো চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। ভারতের মাটিতে সাকিব আল হাসানরা যখন ব্যাট বলে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যেতে পারে।

এমনটি হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের। অবশ্য কমেন্ট্রিবক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন, ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি। তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’ উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।