ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ

সামনেই নারী বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের নারী ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুটি ওয়ানডে ছাড়াও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। কিন্তু সফরের শুরুটা হতাশা দিয়েই শুরু হলো বাংলাদেশ ‘এ’ দলের। লঙ্কায় খেলতে এসে এর আগেও বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ। এবারও সেটাই হলো। প্রস্তুতির অংশ হিসেবে খেলতে আসা এই সিরিজের প্রথম ম্যাচটি একটি বল মাঠে গড়ানো ছাড়াই ভেসে গেছে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার প্রভাবে। পানাগোডার আর্মি গ্রাউন্ডে গতকাল রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে। কিন্তু টানা বৃষ্টিতে আউটফিল্ড খেলা চালানোর জন্য উপযুক্ত ছিল না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি বাতিল করা হয়েছে। ‘এ’ দলের এই সিরিজে জাতীয় দলের আধিক্যই বেশি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার, স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন স্কোয়াডে। সর্বশেষ খেলা এশিয়া কাপের দলের ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি না থাকলেও লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে তাদের রাখা হয়েছে। যদিও এই দলকে নেতৃত্ব দেবেন রাবেয়া আক্তার। ভবিষ্যৎ নেতৃত্বের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া। আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর।

১৭ সেপ্টেম্বর থুরস্তান এবং ১৯ সেপ্টেম্বর কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত