ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাবা অলিম্পিয়াড

আজ হাঙ্গেরি যাচ্ছেন দাবাড়ুরা

আজ হাঙ্গেরি যাচ্ছেন দাবাড়ুরা

দাবাড়ুদের অলিম্পিক খ্যাত অলিম্পিয়াডের আরো একটি আসরে অংশ নিতে আজ হাঙ্গেরির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ১২ সদস্যের বাংলাদেশ দাবা দল। ১১ আগস্ট শুরু হবে অলিম্পিয়াডের খেলা। এবারের আসরে ওপেন বিভাগে দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এবং দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া খেলবেন। মহিলা বিভাগে খেলবেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, দুই ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ এবং দুই ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও ওয়ালিজা আহমেদ। দলের সঙ্গে পুরুষ বিভাগে অধিনায়ক হিসাবে মাসুদুর রহমান মল্লিক ও নারী বিভাগে অধিনায়ক হিসাবে যাচ্ছেন ন্যাশনাল ইন্সট্রেটর মাহমুদা হক চৌধুরী মলি। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জার্মানীতে অবস্থান করছেন। সেখান থেকেই বুদাপেস্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নিতে ইতিমধ্যে রেকর্ড সংখ্যক ১৯৫টি দেশের ১৯৭টি দল (স্বাগতিক হাঙ্গেরির তিনটি দল) ও মহিলা বিভাগে রেকর্ড সংখ্যক ১৮২টি দেশের ১৮৪টি দল (স্বাগতিক হাঙ্গেরির তিনটি দল) নিবন্ধন করেছে। এবারের আসরে ওপেন বিভাগ থেকে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টারের নর্ম এবং দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টারের নর্মের জন্য চেষ্টা করবে। মহিলা বিভাগের চার দাবাড়ুই আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জনের চেষ্টা করবে। দাবা অলিম্পিয়াডের পর বুদাপেস্টে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক দাবা ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদ অংশ নেবে। গতকাল রোববার জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম বলেন, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এবার আমরা খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছি। এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য কেবল মাত্র খেলোয়াড়দের বিমান ভাড়া, পকেট মানি, নিবন্ধন ও রেজিষ্ট্রেশন ফি ও ব্লেজার সহ প্রায় একুশ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।’

তিনি যোগ করেন, ‘২০২২ সালে ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠিত সবশেষ দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে বাংলাদেশ দল ১৮৮টি দেশের মধ্যে ৬৬তম এবং মহিলা বিভাগে ১৬২টি দেশের মধ্যে ৫৬তম হয় এবং মহিলা দল ক্যাটাগরিতে রুপা জেতে। এবার দেশের দুই গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টার ও দুই ফিদে মাস্টার নিয়ে গঠিত ওপেন বিভাগের বাংলাদেশ দাবা দল এবং এক মহিলা আন্তর্জাতিক মাস্টার, দুই মহিলা ফিদে মাস্টার ও দুই মহিলা ক্যান্ডিডেট মাস্টারকে নিয়ে গঠিত মহিলা দল আশা করি গতবারের চেয়ে ভাল করবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত