ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে ভালো ফলের আশা বাংলাদেশের

ভারতে ভালো ফলের আশা বাংলাদেশের

ওয়ানডে ক্রিকেটে এখন নিয়মিতই বড় দলগুলোকে হারায় বাংলাদেশ। তবে টেস্টের বিষয়টা ভিন্ন। লাল বলের ক্রিকেটে খুব ভালো দিন কমই আসে টাইগারদের জন্য। প্রায় দুই যুগ আগে অভিষেক টেস্ট থেকে শুরু করে ভারতের বিপক্ষে লাল বলে এখন পর্যন্ত কোনো সাফল্য নেই বাংলাদেশের। ১৩ ম্যাচের ১১টিতে পরাজয় আর বৃষ্টির সৌজন্যে বাকি ২টি ড্র। আসছে সিরিজেও পরিষ্কারভাবে এগিয়ে ভারত। তবে অতীত যাই হোক, সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্সের আত্মবিশ্বাসে ভর করে এবার ভালো কিছুর আশা মেহেদী হাসান মিরাজের। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ফেরার পর তেমন বিরতি ছাড়াই এবার ভারত সফরের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ। গত কয়েক দিন ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের পর সোমবার শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। আপাতত স্থানীয় কোচদের তত্ত্বাবধানে চলছে অনুশীলন পর্ব। এখনও অবশ্য ভারত সফরের দল ঘোষণা করেনি বাংলাদেশ। গত রোববার রাতে প্রথম টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড দিয়েছে ভারত। স্বাগতিকদের দল দেখে আলাদা করে কিছু ভাবছেন না মিরাজ। প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে নিজেদের ছন্দ ধরে রাখার দিকেই জোর দিলেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। ‘প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। যেহেতু আমরা পাকিস্তানে ভালো করেছি, এই সিরিজের আগে খুব বেশি বিরতি নেই। আশা করি, আমরা যে পারফর্ম করছি, সবাই যে ছন্দে আছে, এটা যদি ধরে রাখতে পারে, অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এছাড়া ঘরের মাঠে বরাবরই যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ রোহিত শার্মার দল। তবে সেটি নিয়ে ভেবে নিজেদের ওপর বাড়তি চাপ দিতে চান না মিরাজ। ফল নিয়ে না ভেবে পারফর্ম করার দিকে বেশি মনোযোগ তার। ‘টেস্ট ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকে। প্রতিটা সেশন, ওভার, বলে চ্যালেঞ্জ থাকে একজন ব্যাটসম্যান, বোলারের জন্য। ভারতের ক্ষেত্রে যেটা, অবশ্যই ওরা অনেক বড় দল। ওদের ব্যাটসম্যান, বোলাররা অনেক ভালো। ওদের যে উইকেট... ওখানে আগে খেলেছি, ওখানের উইকেট সম্পর্কে একটা ধারণা আছে আমাদের। আমার মনে হয়, উইকেট অনেক ভালো থাকে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি খেলতে থাকি... ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করতে চেষ্টা করি, দিন শেষে ফল কিন্তু আসে।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথাগতভাবে ওই মাঠের উইকেট থেকে বাড়তি সাহায্য পান স্পিনাররা। ভারতের স্কোয়াডেও রাখা হয়েছে চারজন স্পিনার। এতে চ্যালেঞ্জ আরও বাড়লেও লড়াইয়ের আশা মিরাজের। ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ওইরকম ভালো ছিল না। আমরা এবার একটা আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। ওদের যে কন্ডিশন আছে, আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের পক্ষে ফল আসার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে, এটাই যেন ওদের সঙ্গে লড়াই করতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত