ইংলিশ কাউন্টি ক্রিকেট

ক্যাপ পরিয়ে সাকিবকে বরণ সারের

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার ভারতীয় চ্যালেঞ্জ। প্রতিবেশী দেশটির বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। কিন্তু রাওয়ালপিন্ডিতে সিরিজ শেষে দেশে ফিরেননি সাকিব আল হাসান। তিনি সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে পাকিস্তান থেকে উড়ে গেছেন ইংল্যান্ড। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজের প্রস্তুতি সারবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। টনটনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে চারদিনের ম্যাচ খেলেই আবারো জাতীয় দলের ক্যাম্পে ফেরার কথা রয়েছে তার। গতকাল সোমবার টন্টনে শুরু হওয়া ম্যাচে সারে হয়ে সমারসেটের বিপক্ষে খেলছেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে হেভিওয়েট সমারসেট। এই ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেট ক্লাব সারের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের। খেলা শুরুর আগে সাকিবকে বরণ করে নেয় সারে ক্লাব। তাকে ডেব্যু ক্যাপ পরিয়ে দেন সতীর্থ পেসার কেমার রোচ। নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘সারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাবগুলোর একটি। আমি এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি। আমি এখানে এসেছি প্রভাব ফেলতে, এবং ক্লাবের লক্ষ্য পূরণে সহায়তা করতে।’ সাকিবকে পাওয়ায় তাই ক্লাবের পরিচালক সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক স্টুয়ার্টের কাছে আশির্বাদের মতন, ‘সাকিবের মতন খেলোয়াড়কে দলে নেয়ার সুযোগ পেয়ে সেটা গ্রহণ করা ছিল খুবই সহজ। সাকিব দলে অনেক অভিজ্ঞতা, শক্তি নিয়ে আসবে। ব্যাটে-বলে তার দক্ষতায় উপকৃত হবে সারে।’ এর মধ্যে দিয়ে দীর্ঘ ১৪ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নামছেন সাকিব আল হাসান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন সাকিব। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো কাউন্টি খেলতে যান এই টাইগার অলরাউন্ডার। সেবার উস্টারশায়ারের হয়ে ৯টি চারদিনের ম্যাচ খেলেছিলেন সাকিব। উস্টারশায়ারের হয়ে এই ৯ ম্যাচে ৪১২ রান করার পাশাপাশি ৪২টি উইকেটও শিকার করেছিলেন এই অলরাউন্ডার। উস্টারশায়ারে সাকিবের সতীর্থ হিসেবে ছিলেন ইংলিশ তারকা মঈন আলিও। এরপর ২০১৩ সালে ইংলিশ ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব । তবে সেবার ক্লাবটির হয়ে প্রথম শ্রেণি নয়, খেলেছেন টি-টোয়েন্টি ব্লাস্টের ১০ ম্যাচ। তবে লম্বা সময় পর আবারো কাউন্টিতে ফিরলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে আছে সারে। দুইয়ে সমারসেট। দুই দলের ব্যবধান ২৪। কাউন্টিতে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে জয় দরকার সারের। আর সেই ম্যাচের আগে সাকিবকে দলে ভেড়ানো ‘সহজ সিদ্ধান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন অ্যালেক স্টুয়ার্ট। টনটনের এই মাঠে একটি সেঞ্চুরি আছে সাকিবের।