ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেপাল গেল স্কোয়াশ দল

নেপাল গেল স্কোয়াশ দল

তৃতীয় এনএসআরএ ইন্টার ক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ খেলতে গতকাল সোমবার নেপাল গেছে ১১ সদস্যের বাংলাদেশ স্কোয়াশ দল। স্বাধীনতার পর বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরো একটা দল গেল। আগামী এসএ গেমসের আগে খেলোয়াড়দের একটা পরীক্ষাও এই প্রতিযোগিতা।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, গুলশান, বনানীর অভিজাত ক্লাবের হাতেগোনা কয়েকজন সৌখিন সদস্য ও বিভিন্ন পর্যায়ের অফিসার ছাড়া কয়েকজন বলবয় আর মার্কারদের দিয়ে এডহক ভিত্তিতে দল গঠন করে এসএ গেমসসহ কিছু প্রতিযোগিতায় শুধুমাত্র পুরুষ খেলোয়াড় পাঠানো হয়েছে। কিন্তু এবার জুনিয়র ও বয়সভিত্তিক পুরুষ দলের পাশাপাশি প্রথম উত্তরা স্কুলের চাঁদনী, নির্ঝর স্কুলের নাবিলা ও আইইউবির মারজানকে নিয়ে গড়া নারী দল দেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী। তার কথা, ‘সম্পূর্ণ ঋণাত্মক পরিস্থিতে থেকে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা এবং অনেক প্রতিকূলতার মধ্যে স্কোয়াশের মত তথাকথিত একটা এলিট ও অপ্রচলিত খেলাকে সাধারণত মানুষের খেলায় পরিণত এবং পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী খেলোয়াড় তৈরি করে ছেলে ও মেয়েদের সমন্বয়ে একটি পূর্ণঙ্গ দল গঠন করে ভালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই প্রতিযোগিতায় ভালো ফলাফল আশা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত