ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কমনওয়েলথ কারাতে সরে গেল

কমনওয়েলথ কারাতে সরে গেল

কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্থির হয়ে উঠেছিল গোটা দেশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেষ অবধি সরকারের পতন হয়েছে। এমন পরিস্থিতিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ৪০ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এখন তা সরে দক্ষিণ আফ্রিকার ডারবানে চলে গেছে। ভেন্যু বদলে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতার দিনক্ষণও বদলে গেছে। এখন ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নির্ধারণ হয়েছে নতুন সূচি। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন ভেন্যু প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বলেন, ‘আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আগেই ভেন্যু সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেয়া হয়েছে। আমরা চেষ্টা করেও ঢাকায় ভেন্যু রাখতে পারিনি। এখন দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমাদের খেলাও অনিশ্চিত। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন, তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত