চলতি বছরে দুটি ঘটনায় পাকিস্তান ক্রিকেটের পায়ের তলার মাটি সরে গেছে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, এরপর বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই। এই দুই ঘটনার পর অস্তিত্ব সংকটে পড়েছে পাকিস্তান ক্রিকেট। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তেমনই এক নতুন উদ্যোগের নাম ‘কানেকশন ক্যাম্প’। পাকিস্তান ক্রিকেটের ‘গৌরব ও উৎকর্ষ’ পুনরুদ্ধারের লক্ষ্যে পিসিবির এই আয়োজন। জানা গেছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মস্তিষ্কপ্রসূত ‘কানেকশন ক্যাম্প’। এই ক্যাম্পের প্রথম সভায় আগামী ২৩ সেপ্টেম্বর দুই সংস্করণের কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কার্স্টেনের সঙ্গে থাকবেন পিসিবি প্রধান নিজেও। এ ছাড়াও দুই সংস্করণের অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পাশাপাশি থাকবেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনেকে।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশে আসা নিয়ে যা জানাল বিসিবি : পাকিস্তানের ক্রিকেট খেলার ধরন বা অ্যাপ্রোচ আমূল পাল্টে দেয়ার প্রত্যয় নিয়েই কানেকশন ক্যাম্পের ভাবনার পত্তন। বিভিন্ন সংস্করণে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকে পাকিস্তান, সেটিকে বদলে নতুন ঘরানার ক্রিকেট রপ্ত করা ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তৃণমূল পর্যন্ত সেই একই ঘরানা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা এই ক্যাম্পের মাধ্যমে বাস্তবায়ন করতে চায় পিসিবি। এক্ষেত্রে ২০১৫ বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেটিকে আদর্শ হিসেবে ধরেই মূলত পিসিবির এই উদ্যোগ। তবে ইংল্যান্ডের মতো প্রতিভাবান ক্রিকেটারের প্রাচুর্য নেই পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারের কমতির কথা। তাই ইংল্যান্ডকে আদর্শ মেনে এগোলেও তাদের মতো পরিবর্তন আশা করা কতটা বাস্তবসম্মত, সে প্রশ্ন থেকেই যায়।