ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ

গত ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দিনই মিরাজ-লিটনদের অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশিাপাশি দেশে ফিরলে টাইগারদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও বলেছিলেন প্রধান উপদেষ্টা। অবশেষে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ হতে যাচ্ছে। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পাকিস্তানে অবিস্মরণীয় জয়ের নায়কদের সঙ্গে দেখা করবেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। এ তথ্য জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। জানা গেছে, যমুনাতে শান্ত-মিরাজদের সঙ্গে যাবেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া থাকতে পারেন কয়েকজন বোর্ড কর্মকর্তা। সেখানেই ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পর অধিনায়ক শান্তকে ফোন করেন ইউনূস। ফোনে তিনি বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’ এরপর দেশে ফিরে শান্ত জানান, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টি আলাদা। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতখানি নিবেদিত। সব সময়ই দলের ফলাফলে অবদান রাখতে মুখিয়ে থাকেন। অবশ্যই যখন দেখা হবে, সুযোগ থাকলে এটা নিয়ে কথা হবে। এতটুকু বলতে পারি, আমরা সবাই সাকিব ভাইয়ের পাশে আছি।’ শান্তর কথা অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব ইস্যুতে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। তারপর থেকে চারদিকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনায় সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব। সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে বড় কোনো সাফল্য নেই বললেই চলে। এবার সেই পরিসংখ্যান বদলালো নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টেস্ট ফরম্যাটের শীর্ষসারির দল পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই শুধু হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হয়েছে পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে শুধু ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত