ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পোল্যান্ডে ব্রোঞ্জজয় বক্সার জিনাতের

পোল্যান্ডে ব্রোঞ্জজয় বক্সার জিনাতের

আফ্রিকার পর এবার ইউরোপে পদক জিতলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। পোল্যান্ডের আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এটাই ইউরোপে প্রথম বাংলাদেশি কোন বক্সারের পদকজয়। ইউরোপীয়ান বক্সিং কনফেডারেশনের আয়োজনে ২-৭ সেপ্টেম্বর পোল্যান্ডের গ্লিউইসে অনুষ্ঠিত হয় ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান মহিা বক্সিং চ্যাম্পিয়নশিপ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ অংশ নেয় এই টুর্নামেন্টে। প্যারিস অলিম্পিকে খেলা অনেক বক্সার অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ৫২ কেজি এলিট ক্লাব ওজন শ্রেণিতে হাঙ্গেরির কাতা প্যাপকে দুই বাউটেই ৫-০ পয়েন্টে হারিয়ে দেন তিনি। তবে সেমিফাইনালে ইউক্রেনের দারিয়া ওলহার কাছে হেরে ব্রোঞ্জ জেতেন। পদক জিতে উচ্ছ্বসিত জিনাতের কথা, ‘ইউরোপিয়ান বক্সিং কনফেডারেশনে বাংলাদেশ প্রথম কোন পদক জিতেছে আমার মাধ্যমে। এখানে ৫২ কেজিতে খেললেও ভবিষ্যতে এই টুর্নামেন্টে ৫০ কেজিতে খেলব।’ বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘গত বছর এশিয়ান গেমসে খেলার পর থেকেই দ্রুত গতিতে উন্নতি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত হাকিমের। এ বছরের এপ্রিলে আফ্রিকার একটি টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে। এবার ইউরোপে জিতল ব্রোঞ্জ। এটা তার উন্নতির লক্ষণ। আশা করি, সামনে আরো নতুন টুর্নামেন্টে অংশ নিয়ে পদক জিতে দেশের সম্মান বৃদ্ধি করবে জিনাত।’ এর আগে এপ্রিলে নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় ৫০ কেজি ওজন শ্রেণিতে ইথিওপিয়ার বক্সারকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন জিনাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত