ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইসিসির ম্যাচে বাংলাদেশের চার আম্পায়ার

আইসিসির ম্যাচে বাংলাদেশের চার আম্পায়ার

ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে আসা বাংলাদেশ দল কদিন বাদে উড়াল দেবে ভারত সফরে। ক্রিকেটারদের মতো বাংলাদেশের আম্পায়াররাও সামনে পার করবেন ব্যস্ত সময়। বিশ্বের বিভিন্ন জায়গায় আইসিসির টুর্নামেন্ট ও সিরিজের ম্যাচ পরিচালনার তালিকায় ডাক পেয়েছেন বাংলাদেশের চারজন আম্পায়ার। সঙ্গে আছেন এক রেফারিও। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। ডাক পাওয়া চারজন আম্পায়ার হলেন, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান এবং নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এরই মধ্যে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে যুক্ত হয়েছেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। এছাড়া আইসিসি প্যানেল আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোর্শেদ আলী খান সুমন (ম্যাক সুমন)। বাকি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও সাথিরা জাকির জেসিও ভালো করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এই আম্পায়াররা সামনে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সবশেষ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল। এবার তাকে নতুন টুর্নামেন্টে দায়িত্ব দিয়েছে আইসিসি। কানাডায় ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচগুলোতে আম্পায়ারিং করবেন মুকুল। আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর ম্যাচগুলো হবে। এদিকে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া ‘এ’ কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে ছিলেন বাংলাদেশের আম্পায়ার সুমন। এই টুর্নামেন্টটি এরই মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশের আরেক আম্পায়ার তানভির আহমেদ। তিনি দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রেজিওনাল ‘বি’-এর ম্যাচগুলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে আরেক আম্পায়ার রাহুল। এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। অন্যদিকে আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারিং করবেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। এই বাছাইপর্ব হবে ৪ থেকে ১৪ নভেম্বর। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত