দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে ওপেন ও মেয়ে দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ওপেন বিভাগে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে লেসোথোকে হারায়। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড়, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ হারিয়ে দেন লেসোথোর খালেমা সেচাবা, থাবাং মফানে, সেজি লেবাজোয়া ও করাবো মুকিতিকে।
অন্যদিকে মহিলা দলের ফিদে মাস্টার নোশিন আনজুম, ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে সেন্ট লুইসের লিউ মিলা, ওয়াহিদ চেলসিয়া, জামিস ভেমিস ও লিচার্ডস ত্রিসানকে হারান। ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এবারের দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে ১৯৫টি দেশের ১৯৭টি দল ও মহিলা বিভাগে ১৮২টি দেশের ১৮৪টি দল খেলছে।