ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এনএসসির চার কর্মচারীকে শোকজ

এনএসসির চার কর্মচারীকে শোকজ

দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই অংশ হিসাবে এবার চার কর্মচারীকে শোকজ করেছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি বরাদ্দ পায় যা খাতওয়ারি কোড ভিত্তিক। জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে সংশ্লিষ্ট কোড থেকে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অনুমোদনের ভিত্তিতে অর্থ শাখার ক্যাশিয়ার সাইফুল ইসলামের অনুকূলে ৬ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়। ওই অগ্রিম অর্থ তিনি ২০২৪ সালের জুন পর্যন্ত সমন্বয় করেননি। ফলে আর্থিক শৃঙ্খলার ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ (কর্মকর্তা-কর্মচারী) ১৯৯৫ বিধিমালা অনুসারে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সাইফুল ইসলাম ৬ লাখ টাকার সমন্বয় করেননি। আর এই টাকা সমন্বয়ের কোনো উদ্যোগ না নেয়ায় হিসাব শাখার কম্পিউটার অপারেটর জিলান হায়দার, বাজেট শাখার বাজেট কাম অডিট অফিসার তাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরিদা ইয়াসমিনকেও শোকজ করা হয়েছে।

তাদেরকেও পত্র পাওয়ায় সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার চার জনকে শোকজ নোটিশ দিয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ পরবর্তী পদক্ষেপ নেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত