শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বড় জয় ফাহিমা-সাথীদের

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সামনে মাসেই সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ প্রস্ততি হিসেবে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ঝড়ো ব্যাটিংয়ে দারুণ ফিফটি করলেন সাথী রানি বর্মন। সঙ্গ দিলেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানারা। বড় সংগ্রহ পেয়ে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল। পরে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। গতকাল শুক্রবার কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১৬৫ রানের লক্ষ্যে ২০ বল বাকি থাকতেই ৬০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন সাথী। এ ছাড়া সোবহানা ৩৯ ও নিগারের ব্যাট থেকে আসে ৩৪ রান। পরে মাত্র ৪ রানে ৪ উইকেট নেন অধিনায়ক রাবেয়া। ফাহিমা ও সুলতানা খাতুন নেন ২টি করে উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন সাথী ও সোবহানা। দলকে একশ পার করিয়ে দিয়ে ত্রয়োদশ ওভারে স্বেচ্ছায় ড্রেসিং রুমে ফিরে যান সাথী। ৭ চারে সাজান তার ৫০ রানের ইনিংস। দুই ওভার পর একই পথে হাঁটেন ৩৯ বলের ইনিংসে ৫টি চার মারা সোবহানা। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে সাথী ও সোবহানা স্বেচ্ছায় ফিরে গেলেও নিগার ছাড়া কেউ সুযোগ কাজে লাগাতে পারেননি। ২৪ বলে ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটার নিগার। আর কেউ ১০ রান করতে পারেননি। রান তাড়ায় লঙ্কানদের দুই ওপেনার কৌশিনি নুথিয়াঙ্গা ও নেথমি পুর্না ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। নুথিয়াঙ্গা ১১ ও পুর্না করেন দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান। পাওয়ার প্লের ভেতরেই আউট হন তারা দুজন। সপ্তম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত করেন রাবেয়া। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয় তাদের।