ভারতে ভালো খেলার প্রতিশ্রুতি শান্তর

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নিজেদের টেস্ট ইতিহাসে বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তানকে তাদের মাঠেই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে দলের প্রতি প্রত্যাশা বেড়ে গেছে সমর্থকদের।

এবার টাইগারদের সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ভারতের মাটিতেই তাদের মোকাবিলা করতে হবে। কিন্তু ভারতে বাংলাদেশ দলকে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। আগের তিন টেস্টেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ খেলা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হার ছিল সঙ্গী। এবারও সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে পাকিস্তানে অর্জিত আত্মবিশ্বাস নিয়ে ভারতে সফরে গেছে বাংলাদেশ দল। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে গতকাল রোববার দুপুরে ঢাকা থেকে সরাসরি চেন্নাইর ফ্লাইট ধরছে বাংলাদেশ দল। ভারতে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, তাদের প্রাথমিক লক্ষ্য পাঁচদিন ভালো খেলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’

বর্তমানে টেস্ট র?্যাংকিংয়ে এক নম্বরে আছে ভারত। বাংলাদেশ সেখানে নয়ে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে ভারত, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই তালিকায় আছে চারে। টেস্টে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার কি সেই প্রথমের দেখা মিলবে? শান্ত সেই আশা করলেও তার কণ্ঠে সতর্কতার সুর, ‘আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র‍্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।’

ভারত তিন দিন অনুশীলনের পর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সাধারণত তুলনামূলক ধীর ও নিচু গতির হয়ে থাকে চেন্নাইয়ের উইকেট।

তাই সামনের ম্যাচে স্পিন সহায়ক উইকেট রাখা হবে কি না, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে ২০১৯ সালে বাংলাদেশের সবশেষ ভারত সফরে দাপট দেখান স্বাগতিক পেসাররা। দুই টেস্টে ৪০ উইকেটের ৩৩টি নেন তারা। শান্তর কাছে জানতে চাওয়া হয় ভারতের উইকেটের ব্যাপারে। সেই বিষয়ে তেমন কিছু না ভেবে নিজেদের বোলিং বিভাগের ওপর আস্থার কথা বলেন তিনি। তারা (ভারত) কী চিন্তা করছে, এটা তো বলতে পারব না। তবে আমাদের স্পিন, পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবু ওই দলের সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে। স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছে। তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব।’ বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমাদের স্পিনারদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে কোনো কন্ডিশনে বোলিং করার। ওই সামর্থ্য তাদের আছে। আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার, ব্যাটসম্যান যারাই খেলবে এই সিরিজে, প্রত্যেকে শতভাগ দেবেন। আর আমি বিশ্বাস করি, পাঁচদিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।’

২০০০ সালে অভিষেক টেস্টের পর থেকে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১১টিই জিতেছে ভারত। বৃষ্টির সৌজন্যে ২০০৭ ও ২০১৫ সালে একটি করে ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ। সবশেষ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে একই ধরনের পরিসংখ্যান ছিল বাংলাদেশের। পরে দাপুটে ক্রিকেট খেলে নিজেদের জয়ের খাতা খুলেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষেও বড় সুযোগ দেখছেন শান্ত। ‘এটা একটা সুযোগ (ভারতের বিপক্ষে জেতার)। প্রত্যেকে ম্যাচই আমরা জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’ টেস্টের নতুন মুখ হিসেবে এবার জাকের আলী অনিক গেছেন ভারতে।

পাকিস্তানে খেলা পেসার শরিফুল ইসলাম চোটের কারণে এই সিরিজে নেই দলে। তার জায়গায় পেসার কমিয়ে একজন ব্যাটার নিয়েছে বাংলাদেশ। একমাত্র সাকিব আল হাসান দলের সঙ্গে যাননি। সারের হয়ে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা এই অলরাউন্ডার লন্ডন থেকে চেন্নাই এসে যোগ দেবেন দলে। সাকিবের কাছে প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, ‘আগে যা প্রত্যাশা করতাম তাই করছি। প্রস্তুতি উনার ভালোই হয়েছে, বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে উনার। এই সিরিজে আশা করি ভালো করবেন।’