ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড় স্বপ্ন নিয়ে ভারতে টাইগাররা

বড় স্বপ্ন নিয়ে ভারতে টাইগাররা

দুই যুগের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাকিস্তান বধের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। বাবর আজমণ্ডমোহাম্মদ রিজওয়ানদের তাদের মাঠেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। দুই টেস্টে সিরিজে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বোচ্চ উইকেটশিকারির শীর্ষ পাঁচজনের মধ্যে চারজনই বাংলাদেশের, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচজনের মধ্যে বাংলাদেশের আছেন তিনজন। ভারত সফরেও ব্যাটসম্যান ও বোলারদের কাছ থেকে এমন পারফরম্যান্স প্রত্যাশা করছেন লাল সবুজের সমর্থকরা। সমর্থকদের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখেই ভারতের সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে গতকাল রোববার দুপুরের ফ্লাইটে দেশ ছেড়েছেন ১৫ ক্রিকেটার। দলের সঙ্গে যাননি সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। জাতীয় দলের কোচিং স্টাফ ছাড়াই স্থানীয় কোচদের তত্ত্বাবধানে চলে ক্রিকেটারদের অনুশীলন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস ঘাম ঝরিয়েছেন মিরপুরের ২২ গজে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ের এমএ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত