ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাবা অলিম্পিয়াড

দুই বিভাগেই হার বাংলাদেশের

দুই বিভাগেই হার বাংলাদেশের

দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডের খেলায় পুরুষ ও মহিলা দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ। গত শনিবার রাতে হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে ফ্রান্সের কাছে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ৩-১ গেম পয়েন্টে অস্ট্রিয়ার কাছে হেরে যায়। ওপেন বিভাগে বাংলাদেশের হয়ে কেবল মাত্র ফিদে মাস্টার মনন রেজা নীড় ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার মাউরিজি মার্ক এন্ডরিয়ার সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার ভ্যাচিয়ার-লাগরেভ ম্যাক্সিম, গ্র্যান্ড মাস্টার ফ্রিসিনেট লওরেন্ট ও গ্র্যান্ড মাস্টার লাগারডে ম্যাক্সিমের কাছে হেরে যান। মহিলা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে অস্টিয়ার আন্তর্জাতিক মাস্টার এক্সলার ভ্যারোনিকা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার হাপারা এলিজাবেথের সঙ্গে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে অস্ট্রিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার থেইসি পোকোরনা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার স্কেলোফার জাসমিন-ডেনিসের কাছে হেরে যান। বাংলাদেশ দুই দল চার খেলায় ৪ পয়েন্ট করে অর্জন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত