ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪৫তম দাবা অলিম্পিয়াড

হাঙ্গেরির সঙ্গে ড্র, উরুগুয়েকে হারালো বাংলাদেশ

হাঙ্গেরির সঙ্গে ড্র, উরুগুয়েকে হারালো বাংলাদেশ

হাঙ্গেরির বুদাপেস্টে গত সোমবার ৪৫তম দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দলই ভালো ফল করেছে। পুরুষ দল ২-২ এ ড্র করেছে গ্র্যান্ডমাস্টার খচিত হাঙ্গেরি বি দলের সঙ্গে। আর মেয়েদের দল উরুগুয়েকে ৩.৫-০.৫ ব্যবধানে পরাজিত করেছে। ড্র করে বাংলাদেশ দল ৭৪তম থেকে লাফ দিয়ে ৬১তম হয়েছে। ষষ্ঠ রাউন্ডে তারা পেয়েছে সাত পয়েন্ট। আর মেয়েদের দলও সমান পয়েন্ট নিয়ে ৭৫ থেকে ৫৭ নম্বরে লাফ দিয়েছে। ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আরেক গ্র্যান্ডমাস্টার পাপ গাবোরকে হারিয়েছে।

ফাহাদ রহমান ড্র করেছে গ্র্যান্ডমাস্টার কোজাক অ্যাডামের সঙ্গে। ফিদে মাস্টার মনন রেজা নীড় হেরে গেছে গ্র্যান্ডমাস্টার বানুজ তামাসের কাছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার আন্তাল গারগেলির সঙ্গে। ছেলেদের দল সপ্তম রাউন্ডে স্লোভাকিয়ার মুখোমুখি হবে। মেয়েদের বিভাগে ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ড্র করেছেন আরেক ফিদে মাস্টার কুয়েভেদো আন্দ্রেইনার সঙ্গে। ওয়ালিজা আহমেদ হারান ফাবরা নাহিয়ারাকে। ওয়াদিফা জিতেছেন কারদোজো কামিলার বিপক্ষে, আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ হারান আলতেসোর কাতেরিনাকে। সপ্তম রাউন্ডে মেয়েদের দল খেলবে ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত