ঠাসা সূচি নিয়ে আলিসনের ক্ষোভ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

এবার বড় পরিসরে হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। দর্শক ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খেলোয়াড় ও কোচরা। লিভারপুল গোলকিপার আলিসন বেকার তো দায়িত্বশীলদের ওপর ক্ষুব্ধ। নকআউট পর্বে যাওয়ার আগে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলবে, গত আসরগুলোর চেয়ে দুটি বেশি। আর লিগ পর্বের শীর্ষ আটটি দল যাবে শেষ ষোলোতে। বাকি আট দলের জায়গা নিতে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে অফ। সেখানেও দুটি করে ম্যাচ বাড়তি খেলতে হবে। আলিসন বললেন, নতুন ফরম্যাট করার আগে উয়েফার উচিত ছিল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করা। তার ভাষ্য, ‘ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়রা কী ভাবছে, কেউ জানতে চায় না। হয়তো আমাদের মতামতের মূল্য নেই। কিন্তু সবাই জানে আমরা বেশি ম্যাচ নিয়ে কী ভাবছি। সবাই এনিয়ে কথা বলতে বলতে ক্লান্ত।’ ব্রাজিলিয়ান কিপার আরো বললেন, ‘অনেক খেলোয়াড় এরই মধ্যেই এনিয়ে কথা বলেছে। ক্লান্ত থাকলে তো শীর্ষ পর্যায়ে খেলা যায় না। আমি তো চাই যে ম্যাচেই খেলি, যেন সেরাটা দেই। এই মুহূর্তে মনে হচ্ছে না আমরা ফুটবল ও খেলোয়াড়দের স্বার্থে সমাধানের পথে আছি।’