আজ থেকে তামিম ‘পেশাদার’ ধারাভাষ্যকার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
প্রায় দেড় বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তামিম ইকবালকে। কিন্তু এবারের ভারত সফরে তিনি আছেন। তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়, নতুন পরিচয়ে। আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। যেখানে পাওয়া যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে! শান্ত, সাকিব, মুশফিকরা যখন মাঠে লড়বেন তামিমকে পাওয়া যাবে ধারাভাষ্য কক্ষে। এবার একেবারেই নতুন পরিচয়ে এবার ধারাভাষ্য দিতে যাচ্ছেন তামিম। ২০২২ বিপিএল ও গত বছর মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কিছুটা সময় দেখা গেছে তাকে। তবে পেশাদারভাবে ও গোটা সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি এবারই প্রথম। অতিথি ধারাভাষ্যকার হিসেবে ‘অভিষেক’ হয়েছিল তার। এবার পুরোপুরি ‘পেশাদার’ যুগে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ-ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে ধারাভাষ্য দেবেন এই ওপেনার। গত শনিবার চেন্নাই পৌঁছেও গিয়েছেন। দেশে-বিদেশে বাংলাদেশের খেলা হলে আতাহার আলী খান লাল-সবুজের পতাকা বহন করেন। সেখানে মাঝেমধ্যে পাওয়া যায় শামীম আশরাফ চৌধুরীকে। তবে আইসিসি ইভেন্ট এবং বড় প্রোডাকশনের সঙ্গে কেবল আতাহার আলী খানই যুক্ত থাকেন। ভারতের খেলার প্রোডাকশন করেন ভিয়াকম এইটিন মিডিয়া প্রাইভেট লিমিটেড।